নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ট পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সদস্য আরজ হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
এসময় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, সহ দপ্তর সম্পাদক মো. নাসির, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সদস্য মো. হেলাল উদ্দিন, লোকমান হাকিম পুতুল, শাওন মেহেদী, মো. ইসাহাক, মো. জাবেদ ইকবাল ও বাপ্পু রায়হান সহ বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মামুন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন সহজ সরল একজন মানুষ। তিনি ছিলেন ক্রীড়া সংগঠক। তার দেখানো পথেই আজ হাটছে বাংলাদেশের ক্রিকেট। তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত ছিলেন না। কিন্তু শুধুমাত্র শহিদ জিয়াউর রহমানের সন্তান হওয়ায় তাকে গত ফ্যাসিস্ট সরকারের কঠিন নির্যাতন সহ্য করতে হয়েছে।
অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়।