মেহেদী ইমামঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমে ভোটারদের সহযোগীতায় পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম।
এসময় রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপুর সঞ্চালনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা বিএনপি‘র সহ-প্রচার সম্পাদক মো. কামাল হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক মো. সিরাজুল মোস্তফা, সদস্য সচিব কামাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা, সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, পৌর তাঁতিদলের সভাপতি আলী আজগর বাদশা ও পৌর কৃষক দলের সভাপতি আল মামুন সহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা পৌর বিএনপি‘র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রতিটি এলাকার ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কথা বলেন। তথ্য সংগ্রহকারীগণ যাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে বাদ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০জানুয়ারী হতে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ভোটারদের তথ্য সংগ্রহ। নতুন ভোটারদের তথ্য সংগ্রহ, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা হতে কর্তন ও ভোটারদের তালিকা হালনাগাদে স্থানীয়দের যাতে কোন বিড়ম্বনার স্বীকার হতে না হয় এবিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেয় পৌর বিএনপি।