মেহেদী ইমামঃ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা তাঁতিদলের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও জেলা তাঁতিদলের সাবেক সভাপতি আনোয়ার আজিম।
পৌর তাঁতিদলের সভাপতি আলী আজগর বাদশার সভাপতিত্বে ও সদর উপজেলা তাঁতি দলের সিনিয়ির সহ-সভাপতি মো. সাইফুলের সঞ্চালনায় এসময় জেলা তাঁতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজি নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক মো. দুলাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রতন মহাজন ও সদর উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. আবসার সহ তাঁতি দলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আজিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পেয়েছি। যার ফলে রাজনীতিতে অংশগ্রহনের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে সকল শ্রেণি পেশার মানুষ অবদান রাখতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। বিএনপি মুক্ত গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ কে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।