ইকবাল হোসেনঃ
রাঙামাটির কাঠালতলী হিলফুল ফুযুল যুব সংগঠনের ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কাঁঠালতলী জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন, তারেক আহমেদ, রাশেদুল ইসলাম রনি, কামাল উদ্দিন ও মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো: মনু। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল-আমিন তোফার সভাপতিত্বে ও বেলাল উদ্দিন এর সঞ্চালনায় সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক সাধারন সম্পাদক প্রিয় তালুকদারসহ সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও বিনামুল্যে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।