ইকবাল হোসেনঃ
মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) এর উদ্যোগে মঙ্গলসূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় শহরের আসামবস্তি মাসস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) ভারপ্রাপ্ত সভাপতি মংসুই প্রু মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মং উচিং মারমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীন সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। এসময় উপদেষ্টা থুই চা প্রু মারমা, সহ সভাপতি অংসা খই কার্বারী, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদক মেচিং মেম্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্লা প্রু সাইন মারমা, আইন বিষয়ক সম্পাদক হেডম্যান থোয়াই অং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক ও মাসসের ভূমিদাতা পাই ক্রয় মারমা, মারমা ভাষা বর্ণ ও শব্দমালার লেখক অংছাইনু মারমা, মাসস ভবনের ভূমিদাতার ছেলে সোয়েমং মারমা সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মারমা ভাষা বর্ণ ও শব্দমালা নিয়ে অংছাইনু মারমার লিখিত বই সাংবাদিকদের উপহার দেওয়া হয়। আলোচনা সভার পূর্বে পূণ্যার্থীদের নিয়ে মঙ্গল সূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।