মেহেদী ইমামঃ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম পনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হাজি জহির আহমেদ সওদাগর, বাবুল আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ইব্রাহিম, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সম্পাদক আলী আকবর সুমন ও যুবদল, ছাত্রদল, ওলামা দল ও শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাড়িয়েছে। কিছু দুষ্কৃতিকারী সিপাহি চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করে মনে করেছিলো বিএনপিকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু পরবর্তিতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছেন। জিয়াউর রহমান ১৯দফার মাধ্যমে বাংলাদেশ বিনিমার্ণে কাজ করেছেন। ৩১দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে এবার তারেক রহমান কাজ করছেন। এই ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রুপান্তর হবে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন, রাঙামাটি ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. আবুল কাসেম।