নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘন্টা শিক্ষার্থীরা শহরের বনরুপা এলাকার ব্যস্ততম সড়ক অবরোধ করে রাখে। এতে ভোগান্তিতে পড়ে পথচারীসহ দূর দূরান্ত থেকে আসা পর্যটক।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখা।
আগামী বুধবার (৮ই জানুয়ারি) সন্ধ্যার মধ্যে ভিসি নিয়োগ না হলে শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার থেকে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু।
অবরোধকালে সড়কে আড়াআড়িভাবে বিশ্ববিদ্যালয়ের বাস দাঁড় করিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন তারা।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, আগামী বুধবারের মধ্যে ভিসি নিয়োগের কমিটমেন্ট দিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি লিখিত দেবেন এবং আজকেই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের কথা বলিয়ে দেবেন। না হলে আপনারা যে ব্যবস্থা নিতে বলবেন তিনি নিজে তা নেবেন।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী জসিম উদ্দিন, নুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেও রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তারা ব্যর্থ হন। কর্মসূচি শেষে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন।
এর আগে গত ১৮ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন ভিসি সেলিনা আক্তার ও প্রো ভিসি কাঞ্চন চাকমা। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই পদ দুটি শূন্য।