নিজস্ব প্রতিনিধিঃ
প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে রাঙামাটিতে ইমাম সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচাল মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিবে আজম।
ইফার লংগদু উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় এসময় রানী দয়াময়ী স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কাশেম, কলেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেমসহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাব সম্পাদক আনোয়ার আল হক বলেন, আমাদের দেশের ইমামরা অনেক পিছিয়ে রয়েছে। জেলা পরিষদ থেকে মাসিক, ষান্নাষিক বা বার্ষিক একটা অনুদানের ব্যবস্থা করা হলে আমাদের সমাজের ইমামদের কিছুটা হলেও স্বচ্ছল হবে।
ইমামদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, ইমাম সমিতির মাধ্যমে আপনাদের আরো ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা বিভিন্ন মতাদর্শের হতে পারেন। তবে কালেমা, নামাজ, রোজা, হজ্জ্ব ও যাকাতসহ ইসলামের আইনী বিষয়ে আপনারা একই নীতি মেনে চলেন। সুতারাং আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের ক্ষতি করতে পারবেনা।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত মিনহাজ মুরশিদ ও হাবিবে আজমের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।