নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির গাউছুল আজম মাইজভান্ডারির উদ্যোগে মেধাবৃত্তি ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী হল রুমে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির। রাঙামাটি কেন্দ্রের প্রধান রনতোষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবিব আজম, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ, আনজুমানে মোত্তাবেয়ানে গাউসে মাইজভান্ডারী (শাহ এমদাদিয়া) সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত, রাঙামাটি জেলা সভাপতি পারভেজ উদ্দিন, মাইজভান্ডারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল সুমন, রাঙ্গামাটি কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ইব্রাহিম।
এসময় বক্তারা বলেন, মেধাবিকাশ ও কারিগরি পরীক্ষায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে মাইজভান্ডারী তরিকা। দরবারের পরিচালিত মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করছে। বক্তারা আরো বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে অবশ্যই পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে মূল্যবোধ সৃষ্টির আহবান জানান বক্তারা।
বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৪০২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী ৩৭জনকে মেধাভিত্তিক পুরষ্কার ও ২২জনকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।প্রসঙ্গত, উপমহাদেশে সুফি মতাদর্শের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভান্ডারির নামে মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ১০টি কেন্দ্রে ও অনলাইনে পুরো বাংলাদেশে এবং রাঙামাটিসহ ১১টি কেন্দ্রে স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।