নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুরু করা হয়।
সোমবার সকাল সাড়ে ৬টায় নানিয়ারচর শহিদ মিনারে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এর পরপরই নানিয়ারচর থানা, নানিয়ারচর, সাবেক্ষং, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারী কলেজসহ বিভিন্ন দপ্তর ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, নানিয়ারচর উপজেলা বিএনপি, নাগরিক পরিষদ, মৌসুমি ফল ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এদিকে উপজেলার সকল মসজিদ মন্দির ও গির্জায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, “অপরুপ নানিয়ারচর” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সুধিজনের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে সংগঠনটি।