নিজস্ব প্রতিনিধিঃ
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে চিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রোজ্জ্বল করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার ক্যাম্পাসের ওয়াসিম চত্বরে দিবসটি উপলক্ষে বিশেষ এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে চিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
পরে জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মাননায় মোমবাতি প্রোজ্জ্বল করা হয়। এদিকে ভিন্নধর্মী এই আয়োজনে প্রশংসায় ভাসছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল।