নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দুর্নীনিবিরোধ দিবস ২০২৪ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি মো. নাজির আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, উপজেলা জামায়াতে ইসলামির আমির জুলফিকার আলী, নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা ও সহ সভাপতি মধুসূদন চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উন্নত সমাজ বিনির্মাণে দুর্নীতিকে সমূলে নির্মুল করতে হবে। সমাজের রন্ধে রন্ধে দুর্নীতির ছোয়াঁ। এই দুর্নীতি উপড়ে ফেলতে হবে। পৃথিবীর কোন ধর্মেই দুর্নীতিকে স্থান দেয়নি। তাই দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।
এর আগে উপজেলা চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জন্য ৪জন নারীকে এসময় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।