নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন করেছে রাঙামাটি সরকারী কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাঙামাটি সরকারী কলেজের ফটকে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড, গুম ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
এতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম সংগঠক মোঃ ওমর মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের শহিদুল ইসলাম শুভ, আমজাদ হোসেন, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রাসেল, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, বিবিএ পাস কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ ও সঞ্চালনায় আলভি হাসান নাইম অন্যান্যরা বক্তব্য দেন।
এসময় জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব আলম, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মহসিন হোসেন রবি, জেলা ছাত্রদলের সদস্য রিদয় দাশ, বিবিএস কমিটির সিঃ সহ-সভাপতি সাধন বিকাশ চাকমা, কলেজ ছাত্রদল নেতা, পিজুশ চাকমা, ছাত্রনেতা প্রিজম সরদার, ইমরান হোসেন, সানজিদা আক্তার, আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নিশাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, তানভির হোসেন মাহি, পাবেল সর্দার, ছাত্রনেতা আবু সিদ্দিক জুয়েল, একাদশ-দ্বাদশ কমিটির সভাপতি রবিউল হাসান, ছাত্রনেতা নাজমুল হোসেন সহ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।