নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাংবাদিকদের সাথে পরিচিত হন নবাগত এই জেলা প্রশাসক।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। তাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই সম্ভাবনা। আমি এর আগেও পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করেছি। পর্যটন সেক্টরে এখানে অপার সম্ভাবনা রয়েছে। এখানকার বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। স্থানীয়দের দক্ষতা উন্নয়নে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি রজ্ঞন চৌধুরী ও জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি শান্তিময় চাকমা বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামিম হোসেনসহ রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ কে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহ কর্মস্থলে যোগদান করেন।
জানা যায়, এর আগে নবাগত জেলা প্রশাসক অর্থবিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।