নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশে ৬২লাখ কিশোরীকে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা। তারমধ্যে রাঙামাটি জেলায় ২৯হাজার ৪৬৭ জন কিশোরী পাবে এই টিকা।
বুধবার (২৩অক্টোবর) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান, রাঙামাটি সিভিল সার্জন ডা: নূয়েন খীষা।
বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো রাঙামাটি জেলাও মাসব্যাপী শুরু হবে টিকাদান ক্যাস্পেইন।
সিভিল সার্জন জানায়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন স্কুলের ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত সকল ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি ১০থেকে ১৫বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও ১টি পৌরসভা এলাকায় এ টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন বলেন, জেলার ৫০টি ইউনিয়নের ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণী এবং ওয়ার্ড পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ১০-১৪বছর বয়সী কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে।
টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে কিশোরীদের আবেদন করতে হবে। রিমোট এরিয়াগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরই মধ্যে ১২হাজার ৯১৭জন কিশোরী অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে।
টিকা গ্রহণে কোনো সংশয় নয়, জরায়ুমুখ ক্যান্সার নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম বিভাগের কনসালটেন্ট ডা: তানভীর হোসেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, যুগান্তর রাঙামাটি জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।