নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে আনন্দ উদ্দীপনার মধ্যেই চলছে সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা। মহাষষ্টী শেষে জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো মহাসপ্তমী।
বৃহস্পতিবার সন্ধ্যায় নানিয়ারচর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে দেখা যায়, উৎসবমূখর পরিবেশে চলছে মহাসপ্তমী পূজা।
এবারের দূর্গা পূজা উৎসবমূখর রাখতে পুজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি কাজ করছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রন।
পুজা উদযাপন কমিটির সভাপতি অষোক কুমার জানান, এবার যদিও প্রথমে আমরা একটু সঙ্কিত ছিলাম, প্রশাসনের সহযোগীতায় আমরা ভালো ভাবেই পুজা উদযাপন করতে পারছি।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জানান, দূর্গাপূজা উৎসবমূখর করতে কাজ করে যাচ্ছে প্রশাসন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবেনা সেদিক বিবেচনা করেই আমরা মাঠে আছি। নিñিদ্র নিরাপত্তা বেষ্টনির মধ্যে উৎসবমূখর পরিবেশেই পুজা অনুষ্ঠিত হবে।নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে আনন্দ উদ্দীপনার মধ্যেই চলছে সনাতনী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা। মহাষষ্টী শেষে জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো মহাসপ্তমী।
বৃহস্পতিবার সন্ধ্যায় নানিয়ারচর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে দেখা যায়, উৎসবমূখর পরিবেশে চলছে মহাসপ্তমী পূজা।
এবারের দূর্গা পূজা উৎসবমূখর রাখতে পুজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি কাজ করছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রন।
পুজা উদযাপন কমিটির সভাপতি অষোক কুমার জানান, এবার যদিও প্রথমে আমরা একটু সঙ্কিত ছিলাম, প্রশাসনের সহযোগীতায় আমরা ভালো ভাবেই পুজা উদযাপন করতে পারছি।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার জানান, দূর্গাপূজা উৎসবমূখর করতে কাজ করে যাচ্ছে প্রশাসন। কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবেনা সেদিক বিবেচনা করেই আমরা মাঠে আছি। নিñিদ্র নিরাপত্তা বেষ্টনির মধ্যে উৎসবমূখর পরিবেশেই পুজা অনুষ্ঠিত হবে।