রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য উপদেষ্টা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন, অন্তবর্তিকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এসময় রাঙামটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পুজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পার্বত্য উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা জানান। পার্বত্য উপদেষ্টা এসময় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
পার্বত্য উপদেষ্টা এসময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।