নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা শাখার প্রচার বিভাগ গঠনমূলক ও শক্তিশালী করতে মিডিয়া উইং কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে প্রচার ও মানব সম্পদ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ইসলামিক সেন্টার মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ সেপ্টম্বর) দিনব্যপী কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। জেলা জামায়াতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাও. জাহাঙ্গীর আলম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মনসুর আলম।
জেলা প্রচার সেক্রেটারি এডভোকেট হারুন অর রশিদ এর সঞ্চালনায় কর্মশালায় প্রেসবিজ্ঞপ্তি, বিবৃতি ছবি সংগ্রহ ও ভিডিও এডিটিংয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও সাংবাদিক আলমগীর মানিক। কর্মশালায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৩০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
জেলা আমীর আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, জামায়াত প্রচলিত ধারার রাজনীতি করে না। জামায়াতে কর্মীরা দেশ ও জনগণের কল্যাণে স্বার্থের উর্ধে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাজনীতি করে। যথাযথ প্রচারের অভাবে জামায়াতের এই গঠনমূলক রাজনীতির অনেক কিছুই দেশের মানুষ জানতে পারে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহে জামায়াতে সর্বস্তরের নেতাকর্মীদের তৎপরতা এবং আমীরে জামায়াতের গঠনমূলক বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারের কারণে এ দেশের মানুষ জামায়াতকে নিয়ে তাদের স্বপ্ন সাজাতে শুরু করেছে।