নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটির মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোহাম্মদ বখতেয়ার হোসেনের মমতাময়ী মা আর নেই। তিন ছেলে, ছয় মেয়ে, অসংখ্য নাতি-নাতনী ও গুনগ্রাহী রেখে ভোররাত পৌনে ৪ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মাস্টার ট্রেইনারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার মাস্টার ট্রেইনারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ইফার ফিল্ড সুপারভাইজার আলী হাসান ভূঁইয়া, মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ রাঙামাটি শাখার সদস্য মাওলানা আব্দুল বাসিত খান ও সদর উপজেলা মডেল কেয়াররটেকার মো. মাহবুব আলম প্রমূখ।
ইফা সংশ্লিষ্ট আফজাল হোসেন জানান, আজ বেলা ২টায় চট্টগ্রামের হাটহাজারীতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।