নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল ব্যর্থতা কাঁধে নিয়ে চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যাক্তিগত ভ্যারিফাইড একাউন্ট থেকে একটি স্ট্যাটাসে এসব কথা লিখে পদত্যাগ করেন তিনি।
২০২০সালের ১৪ই ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অংসুইপ্রু চৌধুরী। ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে তিনি আর অফিস করেননি বলেও জানা যায়। চেয়ারম্যানের সরকারি বাসভবন থেকেও নিজের জিনিসপত্র সরিয়ে নেয় সাবেক এই চেয়ারম্যান।
বিষয়টি নিয়ে জানতে চেয়ারম্যানের মুঠোফোনে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ফেইসবুকে দেওয়া তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিরাজমান পরিস্থিতির মধ্যে সময় ও সুযোগ না থাকার কারণে তিনি তার দায়িত্বের শতভাগ বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি। এটা তার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা ও গ্লানি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি তার স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে জেলা পরিষদ অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সরকার ও ব্যক্তিদের কারনে এই প্রতিষ্ঠানকে একটি দলীয় পূর্নবাসন কেন্দ্র, স্বেচ্ছাচারী, অনিয়ম ও দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান হিসেবে সাধারন জনগনের কাছে একটি নেতিবাচক বার্তা পৌঁছেছে। যেটা তার জন্য অস্বস্তিকর ও বিব্রতকর ছিল বলেও দাবি করেন তিনি।
বিগত সময়ে যারা দায়িত্ব পালন করেছেন তারা এদেশের সচেতন নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না এবং সেও এর উর্দ্ধে নয় দাবি করে সকল ব্যর্থতা ও গ্লানি সাথে নিয়েই পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।