নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল রানা, উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত ও আব্দুল মালেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী রুবেল রানা বলেন, বন্যার্তদের মাঝে আজ আমরা ৩৫হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৮০টি হাইজিন কিট বক্স, ১০০টি জেরিক্যান ও পর্যাপ্ত লিফলেট করেছি।
রুবেল রানা আরো বলেন, প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরো হাইজিন কিটসহ প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করা হবে বলেও জানান এই প্রকৌশলী।
উল্লেখ্য, বিতরণ করা এসব হাইজিন কিট বক্সে রয়েছে ১টি বালতি, ২টি টাওয়েল, সাবান ২পিস, পানির জার ২টি, প্লাস্টিক কমোড ১টি, দেড় কেজি ডিটারজেন্ট পাওডার, ১টি বাঁশি ও ১টি টর্চ লাইটসহ নারী ও শিশুদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।