আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালদ্বীপ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার সোনাই এলাকার বোট চালক কাদির হোসেনের ছোট মেয়ে।
নিহত শিশুর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে আমি বাজার হতে আসলে ওদের জন্য বিস্কুট নিয়ে আসি ওরা খেতে খেতে পাশের রুমে খেলছিলো। ঐ সময় আমি অন্য রুমে কাজ করতে যাই।
হটাৎ শুনি ওদের আওয়াজ শুনা যাচ্ছেনা তখন মেঝো মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম তাসলিমা কই? সে বলে নদীর ঘাটের দিকে গেছে। খোঁজ না পেয়ে আমি হইচই শুরু করি।
পরবর্তীতে তাকে আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোজাখুজি করলে কিছুক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ জানান, আমরা শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।