আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদু উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লংগদু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন।
এসময় লংগদু থানার অফিসার ইনজার্জ মো. হারুনুর রশিদসগ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
বক্তব্যে বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী পৌছানো এবং মাইনীমূখ বাজারে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ ও এ ব্যপারে পদক্ষেপ নেয়া দাবি জানান।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।