আলমগীর হোসেনঃ
রাঙামাটির লংগদুতে স্থানীয় এক ইউপি সদস্যের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে লংগদু উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ৬নংওয়ার্ড ইয়ারাংছড়ি ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচাঁনের বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় প্রভাব খাটিয়ে নিজ এলাকায় মাদকদ্রব্য, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা লুটে খাওয়া, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত থাকা ও নারী কেলেঙ্কারিরসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে রুস্তম আলী ওরফে রুপচাঁন।
বক্তারা আরো বলেন, রুপচান মেম্বার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন।
এছাড়াও তিনি ব্যবসার নামে তামাকের উপর টাকা লাগিয়ে (সূদ) অধিক মুনাফা নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ডেও হাজার হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। এছাড়াও টিবিসি সহ বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি করেন বলে অভিযোগ করেন তারা। রুপচানের মতো অসামাজিক, চরিত্রহীন ও অবৈধ কাজে জড়িত থাকা জনপ্রতিনিধির পদত্যাগের দাবিতে তাদের এই মানববন্ধন করছেন বলেও মন্তব্য করেছেন এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে মোঃ আবুল কাশেম খানের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে মো. আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক মামুন, মোঃ ইউনুছ ও মো. হাফিজুল ইসলাম মনির ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচানের দ্রুত বিচার এবং পদত্যাগ চেয়ে বক্তব্য রাখেন।
এর আগে ইউপি সদস্য মোঃ রুস্তম আলী রুপচাঁনের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী।
উল্লেখ্য, রুস্তম আলী রূপচান মেম্বারের বিরুদ্ধে এর আগে টিসিবি পণ্য বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রান আত্মসাতের অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলেও ক্ষমতার প্রভাবে তার কোন বিচার হয়নি।