নিজস্ব প্রতিনিধিঃ
বৃহত্তর চট্টগ্রাম জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভূক্ত রাঙামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ তথা ট্রাক মালিক সমিতির অন্তবর্তীকালীন কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রিজার্ভ বাজার নীচের রাস্তায় ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি মো. জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম আকাশের সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি বিমল বড়–য়া, সহ-সভাপতি মো. আবু সৈয়দ, মো. সেলিম কোম্পানী, মো. ইসমাঈল, মো. সোলায়মান, ও মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার আদনান ফাহিম, সহ-সম্পাদক মো. আব্দুর রহিম, অর্থ সম্পাদক রনজিত বড়য়া, সাংগঠনিক সম্পাদক শংকদীশ বড়–য়া ও তোফাজ্জল হোসেন মানিক, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী রনি, সহ-দপ্তর সম্পাদক মো. সোহেল, কার্যকরী সদস্য মো. আবুল কালাম, মো. ইকবাল কোম্পানী, মো. হারুন, মো. স্বপন বিয়াদ, মো. ইদ্রিছ ও সুজিত কুমার বড়–য়া উপস্থিত ছিলেন।
এসময় সমিতির সভাপতি মো. জাহেদুল আলম চৌধুরী বলেন, রাঙামাটি থেকে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করা হয়। আমরা অন্তবর্তীকালীন কার্যকরী পরিষদের পক্ষ থেকে পণ্য পরিবহন সচল রাখতে সকলকে সাথে নিয়ে কাজ করবো। তিনি সমিতির কার্যক্রম সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।