ইকবাল হোসেনঃ
রাঙামাটি জেলা জজ আদালতের স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ।
মঙ্গলবার রাঙামাটি জেলা আদালতের সামনে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির সমন্বয়ক মো. আনোয়ার আজিম এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, রাঙামাটি রিজিয়ন কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড বরাবরে স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয়। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগ উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম।
বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির পক্ষে স্মারকলিপি প্রদানকালে সমন্বয়ক মো. আনোয়ার আজিম, সহ-সমন্বয়ক জুঁই চাকমা, বৈষম্যবিরোধী নাগরিক সমাজের বেগম নূরজাহান, ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, উন্নয়ন কর্মী জ্ঞান বিকাশ চাকমা ও রবি বড়ুয়াসহ বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ছাত্র-জনতা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগষ্ট-২০২৪ স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, এ বাংলাদেশের অগ্রযাত্রার পথে আমরা যে এসেছি তা কিন্তু খুব সহজে হয়নি, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে বলেছেন বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৬৫০ জন মানুষের প্রাণ গেছে। সংখ্যাটা যদি আমরা হিসাব করি মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসে কোন পরিবর্তনের জন্য বা কোন সংগ্রামের জন্য এত বড় আত্মহুতি দিতে হয়নি।
এবার এতবেশী আত্মহুতি দিতে হয়েছে যে বাংলাদেশে এমন একটি সরকার গত ১৫ বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে ছিলো সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুর্ত্থানের মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার অত্যান্ত জরুরী। বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, স্বাধীন বাংলাদেশে প্রথম সংস্কার রাঙামাটি পার্বত্য জেলা থেকে শুরু করার সিদ্ধান্ত গ্রহন করি।
অতিমাত্রায় দলীয় করণের কারণে এবং নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন দূর্নীতি ও অনিয়ম এর অভিযোগে রাঙামাটি জেলা জজ আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বর্তমানে স্থগিত আছে।
বেকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবী করছি।
অতএব, বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মহতিদানকারীদের প্রতি সম্মান দেখিয়ে এবং বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গ্রহন করতে বিনীত অনুরোধ জানান বৈষম্যবিরোধী নাগরিক সমাজ।