নিজস্ব প্রতিনিধিঃ
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন কে ৭২ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে চৌমুহনী শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিন করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে।
এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মো. নাছির, মো. আবু জাহেদ, সেলিম জাবেদ, মো. হারুনুর রশিদ, মো. সবুজ মিয়া, কফিল নুর ও কবির উদ্দিন প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভার ও একই অবস্থা তৈরি করবে।
বক্তারা আরো বলেন, একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক বাঘাইছড়ি পৌরসভার চেয়ারে বসে মোঃ জমির হোসেন লোটপাট করেছে। সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন কওে সে। রাতারাতি অবৈধ টাকার পাহাড় গড়ে তুলে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে।