নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের বিভিন্নস্থানে প্রতিবাদী গ্রাফিতি অংকনে বাঁধা প্রদান ও মুছে দেওয়ার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিভিন্ন এলাকার ৫শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাঙামাটি জিমনেসিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাহাড়ের মানুষ এখনো স্বাধীন হয়নি। সমতলের শিক্ষার্থীরা স্বাধীনভাবে গ্রাফিতি অংকন করতে পারলেও পাহাড়ের শিক্ষার্থীদের উপর বাধা কেন?
তারা আরোও বলেন, প্রতিনিয়ত আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। জোর জবরদস্তি করে কেউ আমাদের অধিকার ও ভূমি কেড়ে নিতে পারবে না। ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং এই বৃহত্তর আন্দোলনকে বেগবান করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
সমাবেশে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে কর্ণফুলি সরকারি কলেজের শিক্ষার্থী উচামং মারমা, ক্যাচিনুং মারমা, সুশীল সমাজের প্রতিনিধি জিকো তালুকদার ও নবশীষ চাকমা বক্তব্য রাখেন। এদিকে সমাবেশ চলাকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিলো।