নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্য মূলক কোটা সংস্কার আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং তার রোগমুক্তি কামনায় নানিয়ারচরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান হাওলাদার।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. নুর ইসলাম, সহ-সভাপতি রণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া, উপজেলা যুবদলের আহ্ববায়ক বাবুল সরদার, সদস্য সচিব মোহাম্মদ আলী, ছাত্রদল আহ্ববায়ক মো. হাসান মল্লিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নুর জামাল হাওলাদার বলেন, দীর্ঘ দিনের অন্যায় অবিচার থেকে আজ আমরা মুক্তি পেয়েছি। আপনারা কারো প্রতি কোন অন্যায় বা জুলুম করবেন না। বিগত ফ্যাসিবাদী সরকারের যারা এসব জঘন্য কাজ করেছে তারা এর ফল পাবে। দ্রুতই তারা বিচারের আওতায় আসবে বলেও জানান তিনি।