নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (১২ আগস্ট) সকালে শহরের প্রবেশমূখ মানিকছড়িতে নাগরিক পরিষদ রাঙামাটি সদর উপজেলা শাখা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কমিটির সভাপতি ছগির আহামেদ ও সাংগঠনিক সম্পাদক মোমিনসহ ৩শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানানো হয়েছে।
এর আগে মানিকছড়ি চৌমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাপছড়ির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মানিকছড়ি পাহাড়ীকা কাউন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।