নিজস্ব প্রতিনিধিঃ
পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯দফা দাবি বাস্তবায়নের লক্ষে রাঙামাটিতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা জেলা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীনের সভাপতিত্বে ও ইমাম হোসাইনের সঞ্চালনায় এই গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি একে এম ইসরাইল, সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, অর্থ সম্পাদক দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ বেলাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ হোসাইন মল্লিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৯দফা দাবির প্রস্তাবনা ঘোষণা করেন। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ফিসারী বাঁধ থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন।