নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে পুলিশের ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিবসটি পালিত হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে থানা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।
এসময় সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, ওসি তদন্ত কাজী আরিফ উদ্দিন, এস আই মাহবুবুর রহমান ও সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবানঅ জানান।
অফিসার ইনচার্জ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।