নিজস্ব প্রতিনিধিঃ
১৬ই জুন কোটা সংস্কারের দাবীতে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের” ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় রাঙামাটিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের ব্যানারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।