নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র আশুরা ১৪৪৬ হিজরি উদযাপন উপলক্ষে আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ জুলাই) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূইঁয়া, মাষ্টার ট্রেইনার হাফেজ বখতিয়ার উদ্দিন, ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদীন, মো. মোজাম্মেল হক, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ মনির হোসেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক সমিতির সভাপতি মুফতি মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলীসহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র শিক্ষক এবং জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। পরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি জেলা কমিটির আয়োজনে বিভিন্ন মসজিদে ইমাম, সহকারী ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের ২যুগ পূর্তি উপলক্ষে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় বিভিন্ন মসজিদে দায়িত্ব পালনের ২যুগ পূর্তি উপলক্ষে ইমাম, সহকারী ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা স্বারক প্রদান এবং বিভিন্ন মসজিদ পাঠাগারের জন্য বই ও আলমারি বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।