নিজস্ব প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পিসিসিপি’র রাঙামাটি জেলা শাখা।
এসময় অন্যান্যের মাঝে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, রাবিপ্রবি নেতা মো. নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উপজাতি কোটার কারণে শিক্ষা, স্বাস্থ্য, সরকারী সুবিধা, শান্তি ও সম্প্রীতি স্থাপন, চাকুরীর ক্ষেত্রে একচেটিয়া উপজাতীয় অদক্ষ যুবক নিয়োগ, যোগ্যতা থাকার পরেও বঞ্চিত শিক্ষিত বাঙালি যুবক, পার্বত্য অঞ্চলের পাহাড়ীদের সশস্ত্র সংগঠন সৃষ্টিসহ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যের চিত্র তুলে ধরা হয়।
একতরফা বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও এই স্মারকলিপি প্রদান করবে পিসিসিপি