নিজস্ব প্রতিনিধিঃ
কোটা সংস্কারের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সরকারী চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের ন্যায় রাবিপ্রবি ক্যাম্পাসে মানববন্ধন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা বৈষম্য মূলক কোটা বিরোধী শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
কোটা সংস্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যেসব আন্দোলন হচ্ছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে একাত্মতা ও সংহতি প্রকাশ করছি এবং মহামান্য আদালতের প্রতি মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে অতি দ্রুত রায় প্রদান করার জন্য অনুরোধ জানান তারা।