নিজস্ব প্রতিনিধিঃ
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মহিলা শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবসের কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে নিরাপদ মাতৃত্ব দিবস বিষয়ের এই সভা অনুষ্ঠিত হয়।
বোরবার (৩০ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সভাপতি ও প্রধান আলোচক ছিলেন, ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশরাফুজ্জামান।
ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে ইউনিসেফের প্রোগ্রাম অফিসার ইলা চৌধুরী, ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফেজ বখতিয়ার হোসেন ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনাসহ মা ও শিশু আচরণ, শিশু সুরক্ষা আচরণ, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে ইলা চৌধুরী বলেন, আপনারা বাসায় বাচ্চা প্রসব করাতে যাবেন না। বাচ্চা প্রসবকালে ও প্রসব পরবর্তী সময়ে অনেক সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিক সময়ে একজন অভিজ্ঞ ধাত্রী ও চিকিৎসক প্রয়োজন হতে পারে। সুতরাং আপনারা বাসা বাড়িতে প্রসব না করিয়ে প্রসুতি কে হাসপাতালে পাঠাবেন।
সভাপতির বক্তব্যে মহিলা শিক্ষিকাদের উদ্দ্যেশ্যে আশরাফুজ্জামান বলেন, আপনারা এই আলোচনার মাধ্যমে এখান থেকে যেসব বিষয়ে জানতে পারছেন তা আপনার এলাকার প্রসুতি মহিলাদের সাথে আলোচনা করবেন।
এসময় উপপরিচালক প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে প্রসুতি মহিলাদের ৫টি এবং সদ্যোজাত সন্তানের ৫টি অসুবিধার কথা তুলে ধরে হাসপাতালে প্রসব করাতে বলেন। এছাড়াও ইসলামের দৃষ্টিতে শিশু ও পরিবারের অগ্রাধিকারমূলক জীবন রক্ষাকারী আচরণসমূহ আলোচনা করা হয়।
সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।