নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিষশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রকাশনা “তোমাতেই স্মার্ট বাংলা” নামক স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার (২৭ জুন) সংগঠনের সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর সঞ্চলনায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, চট্টগ্রামের অবিসংবাদিত নেতা প্রয়াত মেয়র মহিউদিনের সহধর্মীনী ও চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও মহিয়সী নারী সৈয়দা রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম ভুলু, স্মরণিকা অর্থ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও সংগঠনের সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, সদস্য সচিব ও সংগঠনের সভাপতিমন্ডলির সদস্য কাজী আব্দুর রাজ্জাক, সম্মরণিকা সম্পাদনা পরিষদের আহবায়ক ও সংগঠনের সভাপতিমন্ডলির সদস্য মোঃ মোজাম্মেল হক সরদার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ভুট্টো, সভাপতিমন্ডলির শরীফ মোঃ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, মোঃ শাহাদাত হোসেন মূসা, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলা খোকন, মোঃ আইয়ুব আলী খান, এস এম আলী হোসেন রানা, এ আর জাফর সাদেক, শেখ মোঃ সাইদুল হক লকু, মোঃ ফিরোজ হোসেন, বাউল অমিয় কুমার শীল, হাজী ফজলুল হক, মঞ্জুর আলম নাহিদ, মামুন হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফেরদৗস রহমান রূপক, মোঃ এহসান কবির, মোঃ শাহে আলম সিকদার, শেখ মোঃ বাদশা উদ্দিন মিন্টু , মোঃ আবু আলেম মোল্লা রানা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন বেপারী, প্রীতম আহমেদ বাবুল, দ্রুব জ্যোতি দে, নাসরিন আক্তার, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, সহ দপ্তর মোঃ হযরত আলী, প্রচার প্রকাশনা সম্পাদক শাকিল মুরাদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেরাব ইসলাম রুবাই, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা ইসলাম রুমা, উপ মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আফরোজ জেনিফার, সহ অর্থ সম্পাদক মোঃ মহসিন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম চৌধুরী শ্যামলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও সংগঠনটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সোহাগ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলী, ডিজিটাল ও সাইবার প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন শামীম, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকী, কৃষি বিয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক মোঃ আলীম ঢালী, ভ্রমণ ও পযটন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু জাহের টুটুল, সহ ধর্ম বিষয়ক লায়ন জয়নুল আবেদিন জয়, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি কে এম নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, উত্তরের আহবায়ক এস এম আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম যুগ্ম-আহবায়ক মফিজুর রহমান রেজা সিকদার, সদস্য সচিব মোঃ শাহে আলম রিমন মাহমুদ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি জেলার সভাপতি, ময়মনসিংহ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেরার সভাপতি ও সাধারণ সম্পাদক, ময়মসিংহ মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শহস্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতারা আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশকে অভিনন্দন জানিয়েছেন। আওয়ামীলীগের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার কথা তুলে ধরেছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে তারা আছেন এবং থাকবেন বলেও আশ্বাস দেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।