নিজস্ব প্রতিনিধিঃ
সেনাবাহিনীর উদ্যোগে নানিয়ারচরে পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় এই শিক্ষা উপকরণ বিতরণ করে নানিয়ারচর জোন (১০ বীর)।
বুধবার সকালে জোন আওতাধীন বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন, লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
এসময় বগাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. আবসার, স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল বক্স) বিতরণ করা হয়েছে।
পরবর্তীতে জোন অধিনায়ক স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন।
জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবং আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে সেনা জোন কর্র্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে।