নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচরে দোয়াত কলম প্রতিকের প্রার্থী রুপম দেওয়ান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বুড়িঘাট এলাকাবাসী।
শুক্রবার (২৪ শে মে) বিকেলে বুড়িঘাট ইউপিস্থ ১৭নং টিলা এলাকায় নিজ নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন, দোয়াত কলম প্রতিকের প্রার্থী রুপম দেওয়ান। এতে ২শতাধিক কর্মী সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তার কর্মী সমার্থকেরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিন বিকেলে বুড়িঘাট বাজার থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র এই প্রার্থী। পরে তিনি ১৬ ও ১৮নং টিলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন। সন্ধ্যায় ১৮নং টিলায় অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণার পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেন। এলাকাবাসী তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
বক্তব্যে রুপম দেওয়ান বলেন, দোয়াত কলম প্রতিকে আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে আমার পাশে দাড়াবেন। আমি আগামী ৫টি বছর আপনাদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা চেয়ারম্যানের এই চেয়ার জনগনের চেয়ার। এটা আপনাদের চেয়ার। এর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি নতুন হিসেবে আপনাদের নিকট ১টা ভোট প্রার্থনা করছি।
উঠানবৈঠক শেষে রুপম ৮, ৯, ১০ ও ১২টিলা এলাকায় দোয়াত কলম প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।