নিজস্ব প্রতিনিধিঃ
অ্যাম্বাসি অব সুইডেনের অর্থায়নে রাঙামাটির নানিয়ারচরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)‘র কারগরি সগযোগিতায় ম্যাচটির আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্।
বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মহাপুরম উচ্চ বিদ্যালয় বনাম বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের মেয়ে খেলোয়াড়েরা।
আশিকার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা।
আশিকা ক্রীড়া প্রকল্প অফিসার সুবিন্দু চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আশিকার ফোকাল পারসন (সেভ গার্ড) ডা. ঝুমালিয়া চাকমা, সাবেক্ষং ইউপি চেয়ারমস্যান প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্য শোভা রঞ্জন চাকমা ও বুড়িঘাট ইউপি সদস্য পুর রঞ্জন চাকমা।
এসময় এডমিন এন্ড একাউন্টস অফিসার ও ফুটবল ম্যাচের ধারাভাষ্যকার প্রান্তমিত্র চাকমা, প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা, মনিটরিং অফিসার রতœজ্যোতি চাকমা, ফিল্ড ফ্যাসিলেটর রীয়া খীসা ও সৌরভ কান্তি চাকমাসহ প্রকল্প সংশ্লিষ্ট ও এলাকার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।
জাকজমকপূর্ণ এই আসর গোলশুণ্য থাকলেও পরে ট্রাইব্রেকারে ২/১ গোলে বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। এতে সেরা খেলোয়াড় ও গোলদাতা জয়সোনা চাকমা। এবং লাইলি চাকমা সেরা গোল রক্ষক নির্বাচিন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ, সেরা খেরোয়াড় ও সেরা গোলদাতার মাঝে অতিথিরা পুষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য, আশিকা পার্বত্য চট্টগ্রামে অতি দরিদ্র, প্রতিবন্ধি, নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, লিঙ্গ বৈষম্য প্রতিরোধ, জীবিকা ও উন্নয়ন বিষয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাথেও কাজ করে থাকে।