নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপের নির্বাচনে জেলার ৩টি উপজেলার বিভিন্ন পদে লড়ছেন ২৬জন প্রার্থী।
সোমবার (১৩ মে) সিনিয়র জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন, জেলা রিটানিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এসময় সহকারী রিটানিং কর্মকর্তা সালমা নাসরিন, ভুপতি রঞ্জন চাকমাসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানদের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস জানায়, নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৪জন প্রার্থী। এদের মধ্যে জ্যোতিলাল চাকমা মোটর সাইকেল, প্রগতি চাকমা কাপ পিরিচ, রুপম দেওয়ান দোয়াত কলম ও অমর জিবন চাকমা লড়ছেন আনারস প্রতিকে।
ভাইস চেয়ারম্যান পদে বিনয় কৃষ্ণ খীসা বই প্রতিক এবং টিউবওয়েল প্রতিকে লড়ছেন সুজিত তালুকদার। কলস প্রতিক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন অনিতা চাকমা ও প্রজাপতি প্রতিকে কোয়ালিটি চাকমা।
লংগদুতে চেয়ারম্যান পদে লড়ছেন ৪প্রার্থী। এদের মধ্যে ঘোড়া প্রতিকে আব্দুল বারেক সরকার, মোটর সাইকেল প্রতিকে অ্যাডভোকেট আবসার আলী, আনারস প্রতিকে বাবুল দাশ ও মীর সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম প্রতিক নিয়ে।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল নিয়ে তোফায়েল আহাম্মদ, বই প্রতিকে মো. রাকিব ও চশমা প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন কল্যান প্রিয় চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম ফুটবল প্রতিকে এবং ফাতেমা জিন্নাহ লড়ছেন কলস প্রতিক নিয়ে।
বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। তার মধ্যে আনারস প্রতিক নিয়ে অলিভ চাকমা ও ঘোড়া প্রতিকে লড়ছেন সুদর্শন চাকমা।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকে নিখিল জিবন চাকমা, বই প্রতিকে আব্দুল কাইয়ুম, টিউবওয়েল প্রতিকে মনসুর আলী, তালা প্রতিকে দীপ্তিমান চাকমা ও চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকে সাগরিকা চাকমা ও সুমিতা চাকমা লড়ছেন প্রজাপতি প্রতিক নিয়ে।
এদিকে প্রতিক বরাদ্দ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা জানান, আঞ্চলিক দলের সদস্যরা পূর্বে আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি দিয়েছে।
এখনও বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও ২৯তারিখের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষে ভোটকেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটদের সংখ্যা বাড়ানো ও র্যাব মোতায়েনের দাবি জানান তিনি।