নিজস্ব প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর উপজেলায় বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অন্ন সাধন চাকমা। বুধবার (৮ই মে) অনুষ্ঠিত রাঙামাটি সদর উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪,৮৮৫ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উট প্রতীক নিয়ে বিপ্লব চাকমা পেয়েছেন ১০,০২৯ভোট। কাপ পিরিচ প্রতীক নিয়ে মো. শাহাজাহান পেয়েছেন ৪২০৭ভোট, জোড়াফুল প্রতীক নিয়ে পঞ্চানন ভট্টাচার্য্য পেয়েছেন ১২৭৪ভোট। আনারস প্রতীক নিয়ে সুফিয়া কামাল (ঝিমি) পেয়েছেন ৪৫৭ভোট।
এদিকে মাইক প্রতীক নিয়ে ১১,৪৫০ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পলাশ কুসুম চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে দয়াময় চাকমা পেয়েছেন ৫,১১৮ ভোট। চশমা প্রতীক নিয়ে চন্দ্রজিত দেওয়ান পেয়েছেন ৪,৫০৯ভোট, বই প্রতীকে মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৪,১২২ভোট। টিউবয়েল প্রতীক নিয়ে দূর্গেশ^র চাকমা পেয়েছেন ২,৯১৪ভোট এবং তালা প্রতীক নিয়ে মোঃ রিদওয়ানুল হক সেলিম পেয়েছেন ২,৪২১ভোট।
এছাড়াও প্রজাপতি প্রতীক নিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রিতা চাকমা। তিনি পেয়েছেন ২০,৭৯৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন ইসলাম সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৫,২৭৩ভোট। কলস প্রতীকে মনিকা আক্তার পেয়েছেন ৪৫৫২ভোট।
২০২৪ এর উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় সকলে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহন হলেও এবার নির্বাচনের মাঠে ছিল না (বিএনপি)।
রাঙামাটি সদরে মোট ভোটার (নারী-পুরুষ) ১লক্ষ ১হাজার ৫৭জন। মোট ভোট গ্রহন হয়েছে ৩০, ৮৫২ভোট।