নিজস্ব প্রতিনিধিঃ
৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, রঙিামাটি পুলিশ সুপার।
মঙ্গলবার (৭েই মে) রাঙামাটিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপ উপলক্ষে কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন এবং কেন্দ্রে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার, মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, রাঙামাটি জেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন অফিস, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে রাঙামাটি জেলা পুলিশ। এসময় পুলিশ সুপার মহোদয় ভোট গ্রহণ চলাকালীন সময়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।