নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর, বিজু ও নববর্ষ উৎসব-২০২৪ উপলক্ষে ঈদ ও বিজু সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রাঙামাটি বধির বিদ্যালয় কর্তৃক রাঙামাটি বধির কল্যাণ সমিতির সদস্য, গরিব, অসহায় ও বধির প্রতিবন্ধীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৮ এপ্রিল) রাঙামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে পুলিশ সুপার পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব-২০২৪ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। এসময় তিনি গরিব, অসহায় বধির প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে পুলিশ সুপার রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, পিপিএম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী এবং রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।