নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে পণ্য সরবরাহের লক্ষে বিকল্প উদ্যোগ হাতে নিয়েছে রাঙামাটির সবজি বিক্রেতা দিদারুল ইসলাম। ৬০টাকায় পেয়াঁজ ও ১২০টাকায় বিক্রি করছেন রসুন। ১০০-২৫০ টাকায় বিক্রি করছেন তরমুজ। মাহে রমজানে কম মূল্যে এসব পণ্য পেয়ে হুমড়ি খেয়ে পণ্য ক্রয় করছেন ক্রেতারা।
রোববার সকাল থেকে তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলাকার সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়।
স্থানীয়রা জানায়, বাজারে ৭০-১০০টাকা মূল্যে পেয়াঁজ, ১৮০-২২০টাকা মূল্যে রসুন বিক্রি হচ্ছে। এখানে কম মূল্যে পেয়ে যে পরিমান পারছি কিনে নিচ্ছি। সরকারী টিসিবির পণ্যের বেলায় নির্ধারিত পরিমান থাকে। এখানে চাহিদামত পণ্য কিনতে পেরে খুশি এসব ক্রেতারা।
এবিষয়ে পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো. নুর নবী বলেন, নিত্য পণ্যের চড়া দামে সাধারণ ক্রেতারা রমজান মাসে ভোগান্তিতে পড়ছেন। সাধারণ ক্রেতারা এখানে কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি। দিদারের এমন উদ্যোগ প্রশাংসার দাবি রাখে।
জানতে চাইলে সবজি বিক্রেতা দিদার জানায়, রোজার মাস, রহমতের মাস। সাধারণ মানুষ যাতে কম দামে পণ্য ক্রয় করতে পারে এজন্য আমি চট্টগ্রাম থেকে কম দামে পণ্য এনে কম দামেই বিক্রি করছি। সাধারণ মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনতে পেরে আমার জন্য দোয়া করে।
তিনি আরো বলেন, আজকে ২হাজার কেজি পেয়াঁজ ও রসুন এনেছি। ইতোমধ্যে ১২শ কেজি পণ্য বিক্রি হয়ে গেছে। ক্রেতাদের চাহিদা থাকলে আগামীতে চট্টগ্রাম থেকে আরো পণ্য আনবো।