নিজস্ব প্রতিনিধিঃ
২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অত্মউৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং রাঙামাটি জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের কালেক্টরেট জামে মসজিদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, ইমাম মুুুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা বখতিয়ার হোসেন, রাঙামাটি সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো জয়নাল আবেদীন সহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেনের সহযোগিতায় শহরের বিভিন্ন মসজিদে কর্মরত ১৫২জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক।
বক্তব্যে জেলা প্রশাসক আলেমদের উদ্যেশ্যে বলেন, আপনারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি। মাদক ও বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে আপনারা জনগণকে সচেতণ করবেন। এসময় তিনি সরকারের পেনশণ স্ক্রীম সম্পর্কে আলেমদের কে উৎসাহ প্রদান করেন। প্রবাস, প্রগতি, সমতা স্ক্রীম ও সুরক্ষা সহ ৪টি স্কীমের কথা উল্লেখ করে তিনি এবিষয়ে সাধারণ জনগণ কে উদ্বুদ্ধ করতে আলেমদের কে আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণ শেষে ২৫শে মার্চ গণহত্যা দিবস সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।