নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে “পবিত্র শবে মিরাজ এর গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রেজাউল করিম কাদেরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি রাঙামাটির জেলা সভাপতি মাওলানা ক্বারী মোঃ ওসমান গনী চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা বখতেয়ার হোসেন, মাওলানা মোঃ রেজাউল করিম নঈমীসহ সদর উপজেলার মউশিক প্রকল্পের মডেল এবং সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।
সভায় বক্তারা পবিত্র শবে মিরাজ এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। এই মহান রাতে ইবাদাৎ বন্দেগীর মাধ্যমে বান্দারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করতে পারেন বলেও যোগ করেন বক্তারা।