নিজস্ব প্রতিনিধিঃ
“সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করেছে নানিয়ারচর জোন।
মঙ্গলবার সকালে উপজেলার বুড়িঘাট ৮নং টিলা কেজি স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এলাকার অসহায় ও শীতার্তদের মাঝে মীতবস্ত্র বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসে।
স্থানীয়রা জানায়, নানিয়ারচর জোন দূর্যোগ সহ যে কোন পরিস্থিতিতে এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়। নিত্যপণ্য বিতরণ, চিকিৎসা সেবা, শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নানিয়ারচর জোন (১০ বীর)।
বাংলাদেশ সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। সেনাবাহিনীর এসব জনসকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই আশা করেন তারা।