ইকবাল হোসেনঃ
রাঙামাটি জেলায় নতুন সাংষ্কৃতিক প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ২ দিনের সাংস্কৃতিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী ও রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় একই সাথে এ জেলা থেকে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পীদের সম্মাননা প্রদান করা হবে।
রাঙামাটি সাংষ্কৃতিক পরিষদের আয়োজনে এ কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী সংগীত, নাট্যকলা, চারুকলা ও নৃত্য বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। সকল বিভাগে ‘ক’ ও ‘খ’ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের দুটি পর্যায়ে ভাগ করা হয়।
প্রশিক্ষক হিসেবে রয়েছেন সংগীত বিভাগে- সুরেশ ত্রিপুরা, শেখর মল্লিক, মিলন ধর ও তপন চাকমা। নাট্যকলা বিভাগে: মো. সোহেল রানা। নৃত্য বিভাগে- প্রণব ত্রিপুরা, সাগরিকা চাকমা ও ত্রিবেনী চাকমা এবং চারুকলা বিভাগে- রেজাউল করিম রেজা, মো. ইব্রাহিম, রাখি ত্রিপুরা, সুপংকর চাকমা ও সুমনা চাকমা।
সাবির্ক তত্বাবধানে রয়েছেন, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদস্য সচিব বিজ্ঞান্তর চাকমা, রাঙামাটি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।